ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথকে অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ঢাকায় এসেছেন। আজ সোমবার সকালে ঢাকায় আসেন তিনি।
ম্যারি এলিজাবেথ তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন। সফরের প্রথম দিন আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। বিকেলে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হবে।
আজ বিকেলে ম্যারি এলিজাবেথ কক্সবাজার যাবেন। সেখানে তিনি রোহিঙ্গাদের সঙ্গে দেখা করবেন। কক্সবাজার থেকে বুধবার সকালে সাতক্ষীরা যাবেন ম্যারি এলিজাবেথ। সেখানে তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা মানুষের সঙ্গে দেখা করবেন। বুধবার রাতে ইস্তাম্বুলের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন ম্যারি এলিজাবেথ।
Development by: webnewsdesign.com