বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে অজিরা।
সেখান থেকে সরাসরি টিম হোটেলে উঠবে সফরকারীরা। এর আগে জিম্বাবুয়ে সফর শেষে একইদিন সকাল ৯টা ১৫ মিনিটে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
দেশে ফিরলেও অবশ্য কোনো ক্রিকেটার বা স্টাফরা বাড়ি যেতে পারছেন না। তাদের বহনকারী বাস সরাসরি নির্ধারিত হোটেলে চলে যাবে। সেখানেই তারা জৈব-সুরক্ষা বলয়ে থাকবেন। যঅস্ট্রেলিয়া দলও একই হোটেলে উঠবে।
আগামী ৩ আগস্ট থেকে অস্ট্রেলিয়া বিপক্ষে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
করোনাভীতি এবং ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার প্রথম সারির বেশ কয়েকজন এই সিরিজে খেলতে পারবেন না। চোটের সমস্যা আছে বাংলাদেশ দলেও। তামিম-লিটন থাকছেন না। মুস্তাফিজ-সাকিব-সৌম্যও চোটে আক্রান্ত। কোয়ারেন্টিন ইস্যুর কারণে খেলা হচ্ছে না মুশফিকুর রহিমেরও।
Development by: webnewsdesign.com