রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে চার সদস্যের বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘণের অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার কথা রয়েছে প্রতিনিধি দলের সদস্যাদের।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, নির্বাচন কমিশনার কবিতা খানম, রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার শাহাদাৎ হোসেন, ইসির সিনিয়র সচিব মো আলমগীর, দুই সিটির রিটার্নিং কর্মকর্তা বৈঠকে উপস্থিত আছেন।
Development by: webnewsdesign.com