ঢাকার মোহাম্মদপুর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি’র দুই সদস্যকে আটক করেছে বরিশাল র্যাব-৮। সোমবার ভোররাতে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-মোহাম্মদপুরের লোকমান হোসেন ওরফে সাফিন (২৪) ও কাজী রাইয়ান রহমান (২১)।
সোমবার বিকেলে র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আটক দুজন র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেএমবির দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তারা গত কয়েক বছর ধরে জেএমবির কার্যক্রমের সাথে সম্পৃক্ত এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও চাঁদা সংগ্রহ করত।
আটক ব্যক্তিদের গত বছরের ২১ আগস্ট মুলাদী থানায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতার দেখিয়ে বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
Development by: webnewsdesign.com