ঢাকার কদমতলী খালে শিশু নিখোঁজ,১৫ মিনিট খুঁজে চলে গেল ফায়ার সার্ভিস!

রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০ | ৮:৫৬ অপরাহ্ণ

ঢাকার কদমতলী খালে শিশু নিখোঁজ,১৫ মিনিট খুঁজে চলে গেল ফায়ার সার্ভিস!
apps

রাজধানী ঢাকার কদমতলী খালে একটি শিশু নিখোঁজ হয়েছে। শিশুটি নিখোঁজ হয়েছে শনিবার (১ ফেব্রুয়ারি) নির্বাচনের দিন বিকেল চারটায়।
সেদিন নির্বাচনের ডামাডোলে ফায়ার সার্ভিস তেমনভাবে চেষ্টা চালায় নি শিশুটিকে উদ্ধার করার।পরবর্তীতে রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেল চারটায় এলাকাবাসীর চাপে ফায়ার সার্ভিস দ্বিতীয় দফায় উদ্ধার অভিযান শুরু করেছে। তবে শিশুটির দেহ এখনো পাওয়া যায় নি।শিশুটির চাচা কাঁদতে কাঁদতে জানান, বাচ্চাটা যখন ছাব্বিশ ঘন্টা আগে খালে পড়ে তখন সাথে সাথে চিৎকার শুনে আম’রা এসে দেখি শুধু বাচ্চাটার হাত দেখা যাচ্ছে।সাথে সাথে ফায়ার সার্ভিসে ফোন করার পরও তারা আসেন দেরি করে। মাত্র পনের মিনিট খোঁজার পর তারা চলে যায়। যদি তখনই ফায়ার সার্ভিস ভাল করে খুঁজত তাহলে হয়ত পাওয়া যেত।

 

জানা গেছে, খালটির গভীরতা মাত্র চার থেকে পাঁচ ফিট। খালের দু’পাশে ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ। এলাকাবাসী বলছেন, ফায়ার সার্ভিসের গাফিলতির কারণেই শি’শুটিকে এখনো পাওয়া যায় নি। সাধারণ মানুষের জীবন নিয়ে এসব সরকারি সংস্থা মাথা ঘামায় না।
ফায়ার সার্ভিসের একজন সদস্য জানান, শিশুটিকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। খালটিতে প্রবল স্রোত এবং আবর্জনা রয়েছে। তবুও আম’রা চেষ্টা করে যাচ্ছি।

Development by: webnewsdesign.com