ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বাইডেনকে ভোট দেয়ার আহ্বান গ্রেটা থানবার্গের

সোমবার, ১২ অক্টোবর ২০২০ | ১২:৪৭ অপরাহ্ণ

ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বাইডেনকে ভোট দেয়ার আহ্বান গ্রেটা থানবার্গের
apps

সুইডেনের জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। এই টুইটে তিনি মার্কিনিদের প্রতি এ আহ্বান জানান।এর আগে সায়েন্টিফিক আমেরিকানে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, ট্রাম্পকে ভোট দেয়া মানে বিজ্ঞানকে মেরে ফেলা। এর প্রতিক্রিয়ায় ১৭ বছর বয়সী পরিবেশকর্মী থানবার্গ টুইটারে লেখেন– আসন্ন মার্কিন নির্বাচন সব রাজনীতির ঊর্ধ্বে। পরিবেশের দৃষ্টিভঙ্গি থেকে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তগুলো ছিল মারাত্মক ক্ষতিকর। আমি আপনাদের আহ্বান জানাব, সবই ঐক্যবদ্ধ হোন, বাইডেনকে ভোট দেন।

৩ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন ও তার রানিংমেট কমলা হ্যারিস তাদের প্রচারে জলবায়ুকে বেশ গুরুত্ব দিচ্ছেন। তারা বৈশ্বিক উষ্ণতা হ্রাসে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

জলবায়ু নিয়ে বিশ্বে যে আন্দোলন চলছে তাতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আগামী দিনে একটি বিশেষ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছে গ্রেটা থানবার্গ। আর সে কারণে পরিবেশ নিয়ে যেসব মানুষ সচতেন, তাদের কাছে প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে বেছে নেয়ার আহ্বান তার।

১৭ বছর বয়সী গ্রেটা টুইটবার্তায় লিখেছে, ‘আমি কখনই দলীয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। কিন্তু আসন্ন মার্কিন নির্বাচন এসব কিছুর ঊর্ধ্বে। জলবায়ুর দৃষ্টিকোণ থেকে এটা যথেষ্ট দূরে আর আপনাদের অনেকেই অবশ্যই অন্য প্রার্থীদের সমর্থন দিচ্ছেন। কিন্তু আমি বোঝাচ্ছি… আপনারা জানেন… অবশ্যই অবগত আছেন! সংগঠিত হন এবং সবাই # বাইডেনকে ভোট দেন।

 

Development by: webnewsdesign.com