খুলনার ডুমুরিয়া উপজেলাধীন দু’টি বাজারে তদারকিকালে পাঁচটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১ ডিসেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কর্মকর্তারা অভিযান চালিয়েছেন।
সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন করায় ডুমুরিয়া উপজেলার দু’টি বাজারের পাঁচটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্যাকেটজাত খাদ্য, বীজে মেয়াদ মূল্য না থাকা, মেয়াদ উত্তীর্ণ বীজ সংরক্ষণ করায় জরিমানা করা হয়। একই সাথে ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
Development by: webnewsdesign.com