ডিজেলের পর এবার কমল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম শ্রীলঙ্কায়

রবিবার, ০৭ আগস্ট ২০২২ | ১২:১৮ অপরাহ্ণ

ডিজেলের পর এবার কমল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম শ্রীলঙ্কায়
apps

অর্থনৈতিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কায় ডিজেলের পর এবার কমল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। রাজধানী কলম্বোর বাজারগুলোতে আলু, ডাল, চিনি, পেঁয়াজের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। চলতি সপ্তাহেই দেশটিতে কমতে পারে এলপি গ্যাসের দামও। সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ২০০ রুপি পর্যন্ত কমানো হচ্ছে বলে জানিয়েছে দেশটির অর্থ ও ভোক্তা মন্ত্রণালয়। খবর কলম্বো পেজ।

নতুন প্রেসিডেন্ট আসার পর থেকেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে শ্রীলঙ্কা। গত বৃহস্পতিবার (০৪ আগস্ট) ডিজেলের নতুন দাম কার্যকর হওয়ায় বাসভাড়া আগের তুলনায় ১১ দশমিক ১৪ শতাংশ কমানো হয়েছে। নতুন রেট অনুযায়ী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে কাজ করছে প্রশাসন।এদিকে জ্বালানির দাম কমার পর এবার দেশটিতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামও কমানো হলো। রাজধানী কলম্বোর ব্যবসায়ীরা বলেছেন, আলু, ডাল, চিনি, পেঁয়াজ, মরিচের মতো জিনিসপত্রের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। চলতি সপ্তাহেই কমতে পারে চালের দাম।এর মধ্যেই, শনিবার দেশটির অর্থ মন্ত্রণালয় নতুন একটি সুখবর দিয়েছে। এক বিবৃতিতে জানানো হয়, আগামী সোমবার (০৮ আগস্ট) এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করে দেয়া হবে। স্থানীয় গণমাধ্যম বলছে, সাড়ে ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডারের দাম ২০০ রুপির বেশি কমতে পারে। এর আগে জ্বালানি তেলের দাম কমায় দেশটি।

সোমবার (৮ আগস্ট) মধ্যরাত থেকে এলপি গ্যাসের নতুন দাম কার্যকর হবে। দেশটির সবচেয়ে বড় গ্যাস কোম্পানি লিটরোর চেয়ারম্যান মুদিথা পিরিস এ তথ্য নিশ্চিত করেছেন।শ্রীলঙ্কার গ্যাসের বাজারের ৮৫ শতাংশ নিয়ন্ত্রণ করে লিটরো। তারা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কায় এলপি গ্যাসের দাম কমানোর ঘোষণা দেয়। দেশটির অর্থ মন্ত্রণালয় ও ভোক্তাবিষয়ক কর্তৃপক্ষ প্রবর্তিত গ্যাসের দামের তথ্য অনুযায়ী, ১২ দশমিক ৫ কেজির সিলিন্ডারে দাম কমতে পারে ২০০ রুপির বেশি। এর আগে অর্থাৎ ১১ জুলাই সিলিন্ডারটির দাম বেড়ে চার হাজার ৯১০ রুপিতে দাঁড়িয়েছিল।এদিকে ডিজেলের দাম লিটারে ১০ রুপি কমানোর ঘোষণার পরে বাসভাড়া কমিয়েছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার (০৪ আগস্ট) রাত থেকে ১১ দশমিক ১৪ শতাংশ কমিয়ে নতুন বাসভাড়া কার্যকর করেছে দেশটি। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার জাতীয় পরিবহন কমিশনের (এনটিসি) মহাপরিচালক ড. নীলান মিরান্ডা তিনি বলেন, ‘সম্প্রতি এক লিটার ডিজেলের দাম ১০ রুপি কমানোয় যাত্রীদের সুবিধা দিতে বাস ভাড়া কমানো হবে।

 এখন থেকে দেশটিতে ন্যূনতম বাসভাড়া ৩৪ রুপি (প্রায় ৯ টাকা), যা আগে ছিল ৩৮ রুপি (প্রায় ১০ টাকা)।লিটরোর চেয়ারম্যান জানিয়েছেন, কোম্পানিটির কাছে যথেষ্ট পরিমাণ গ্যাসের মজুত রয়েছে। ফলে জ্বালানির জন্য মানুষের দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। তাছাড়া অক্টোবর পর্যন্ত পর্যাপ্ত গ্যাসের অর্ডার দেওয়া হয়েছে।এনটিসির ঘোষণা অনুযায়ী, সব ধরনের বেসরকারি এবং শ্রীলঙ্কা ট্রান্সপোর্ট বোর্ড (এসএলটিবি) পরিচালিত গাড়ির ক্ষেত্রেই ভাড়া কমেছে। তবে এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াতকারীদের আগের ভাড়াই গুনতে হবে।এদিকে শনিবার রাজধানী কলম্বোয় গ্রেফতারকৃত গণতন্ত্রপন্থি কর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে। গত তিন মাস ধরে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশটিতে সরকারবিরোধী আন্দোলনের সময় তাদের গ্রেফতার করা হয়।

Development by: webnewsdesign.com