ডায়িং কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অপসারণের নির্দেশ

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০ | ৩:২৭ অপরাহ্ণ

ডায়িং কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অপসারণের নির্দেশ
apps

নরসিংদীর পলাশে অপরিকল্পিতভাবে ডায়িং কারখানা খুলে বিষাক্ত ক্যামিকেল বর্জ্য সরাসরি হাঁড়িদোয়া নদী ফেলে পরিবেশ দূষণ করার অপরাধে সেই জান্নাত ডায়িং কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে পলাশ উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) ফারহানা আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় ওই কারখানাটিতে ইটিপি না থাকার কারণে এক মাসের ভেতরে কারখানাটি অপসারণের নির্দেশ প্রদান করেন। এর আগে গত ২৬ জানুয়ারি বিভিন্ন দৈনিক পত্রিকায়।

শতকোটি টাকা ব্যয়ে খননকৃত হাঁড়িদোয়া নদী গিলে খাচ্ছে জান্নাত ডায়িং, কারখানার বিষাক্ত বর্জ্যে মরছে মাছ, নষ্ঠ হচ্ছে কৃষি ফসল শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) ফারহানা আলী জানান, পরিবেশের ছাড়পত্র ছাড়াই জান্নাত ডায়িং কারখানাটি চলছিল। ওই কারখানার দূষিত বর্জ্য পাইপ দিয়ে সরাসরি হাঁড়িদোয়া নদীতে ছাড়ার কারণে পরিবেশের মারাত্মক ঝুঁকি বাড়ছে। তাই কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি আগামী এক মাসের মধ্যে ইটিপি স্থাপন করার জন্য বলা হয়েছে। আর নয়তো কারখানাটি অপসারণ করে অন্যত্রে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Development by: webnewsdesign.com