ঠাকুরগাঁও সদর উপজেলায় বুদ্ধিতে দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন

মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১ | ৬:৪৬ অপরাহ্ণ

ঠাকুরগাঁও সদর উপজেলায় বুদ্ধিতে দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন
apps

ঠাকুরগাঁও সদর উপজেলায় মাসুদ রানা নামে এক কিশোরের বুদ্ধিতে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে একটি ট্রেন। উপজেলার চিলারং ইউনিয়নের ঘুন্টি এলাকায় রেললাইনের জয়েন্ট প্রায় আট ইঞ্চি ভাঙা ছিল। কিন্তু তার তাৎক্ষণিক বুদ্ধির কারণে দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।

জানা যায়, সোমবার মাসুদ রানাসহ (১৫) রেললাইন দিয়ে চার বন্ধুসহ হাঁটছিল। হঠাৎ চোখে পড়ে রেললাইনের ওই ভাঙা অংশ। দেখা মাত্রই দৌড়ে খবর দেয় রেললাইনের গেটম্যানকে। রেললাইনের গেটম্যান এসে মাসুদসহ অন্যান্যদের সহায়তায় লাল পতাকা উড়িয়ে আটকান কাঞ্চন নামের ট্রেনটি। মাসুদ রানা চিলারং আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

কিশোর মাসুদ রানার সাথে কথা বলে জানা যায়, সোমবার বিকেলে আমরা কয়েকজন বন্ধু মিলে রেললাইন দিয়ে হাঁটছিলাম। হঠাৎ দেখি রেললাইন ভাঙা। সঙ্গে সঙ্গেই দৌড়ে গিয়ে বিষয়টি গেটম্যানকে জানিয়ে দেয়।
গেটম্যান আজিজুল ইসলাম বলেন, মাসুদ খবর দেওয়ার পরে আমরা কাঞ্চন ট্রেনকে আটকায়। আমি ঊর্ধ্বতন কর্মকতাকে কল দিয়ে বিষয়টি অবহিত করি। তারা এসে বিষয়টির সমাধান করেন। পরে কাঞ্চন ট্রেনকে পার করে দেওয়া হয়।

তিনি আরও বলেন, মাসুদ রানা বিষয়টি না জানালে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। সে যে কাজটি করছে সেটা প্রশংসনীয়। তার এই মহৎ কাজের জন্য দুর্ঘটনা থেকে ট্রেন ও যাত্রীগুলো রক্ষা পেল।

রেলওয়ের (ঠাকুরগাঁও) সাব অ্যাসিট্যান্ট ইঞ্জিনিয়ার আব্দুল মতিন জানান, মাসুদ গেটম্যানকে বিষয়টি অবগত করার পরপরেই আমাদের লোকজন সেখানে যায়। এরপর আটকে থাকা ৪২ কাঞ্চনকে ভাঙা রেল ও স্লিপারের সাহায্যে পার করা হয়।

Development by: webnewsdesign.com