ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড সম্মাননা পেলেন তরিকুল ইসলাম

সোমবার, ২৬ অক্টোবর ২০২০ | ৬:০৫ অপরাহ্ণ

ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড সম্মাননা পেলেন তরিকুল ইসলাম
apps

ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড হলেন পীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) এসিল্যান্ড তরিকুল ইসলাম। রবিবার (২৫ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্ঠিফিকেট তুলে দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ডাঃ কে এম কামরুজ্জামান সেলিম।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডিসি রেভিনিউ নুর কুতুবুল আলম। ২০১৯-২০ অর্থ বছরে জেলার অন্যান্য উপজেলার থেকে পীরগঞ্জ উপজেলার ভুমি ব্যবস্থাবনা ও জনবান্ধব ভুমি সেবায় কাঙ্কিত সাফল্য অর্জন করায় এ সম্মাননা তাকে প্রদান করা হয়।

উল্লেখ্য, তিনি এবছরের ৯ ফেব্রুয়ারি পীরগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদানের পর থেকে পীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ ভাবে দখলে থাকা পুকুর সহ ৭০ বিঘা সরকারি খাস জমি উদ্ধার করেছেন তিনি।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড তরিকুল ইসলাম বলেন, সকলের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই আমার আগামী কাজের জন্য অবশ্যই এই সম্মাননা উৎসাহ যোগাবে। আমি যে পদক্ষেপগুলো নিচ্ছি- সরকারি খাস জমি উদ্ধার, জনবান্ধব ভূমি ব্যবস্থাপনাসহ জনসেবা করার ব্যাপারে আমার কাজের আগ্রহ আরও বেড়ে গেল। আমার জন্য সকলে দোয়া করবেন। কাজ করার ক্ষেত্রে সহযোগিতা করায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তি,পুলিশ প্রশাসন ও সেই সাথে সংবাদকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Development by: webnewsdesign.com