ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪ নং রাজাগাঁও ইউনিয়নে হাসকিং মিলের বয়লার বিস্ফোরিত হয়ে সলেমান আলী(৫০) নামে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসকিং মিলের মালিক সহ কমপক্ষে ৯ জন আহত হয়েছে।
রোববার সকালে ঐ ইউনিয়নের রাজাগাঁও গ্রামে ভাই ভাই হাসকিং মিলে এ ঘটনা ঘটে। নিহত সলেমান আলী(৫০) রাজাগাঁও গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।
আহতরা হলেন, মিলের শ্রমিক সহুল আলম সনু (৬০),মনতাজ রহমান (৫৫),বাদল(২৮), মিল মালিক রুহুল আমিন(৬৫),তার ছেলে জহরুল ইসলাম (৪৫), বাদিয়া মার্কেটের দোকানদার তুলশি (২৮),পথচারী আরিফ(১৫),আলম(৪৫),আরফিনা(১৬) সহ কমপক্ষে ৯ জন ঝলসে গিয়ে আহত হয়। আহতদের তাৎক্ষনিকভাবে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়,সকালে চৌরঙ্গী এলাকার রুহুল আমিনের হাস্কিং মিলে ৯ জন শ্রমিক ধান সিদ্ধ করছিল। ওই সময় সলেমান মিলের চুলায় তুষ ছিটিয়ে আগুন ধরাচ্ছিল। এসময় হঠাৎ মিলের বয়লারটি আকস্মিকভাবে বিস্ফোরিত হয়ে প্রায় ২শ গজ দূরে বাদিয়া মার্কেট বাজারের পাশে গিয়ে পড়ে। বিস্ফোরণে বয়লারের গরম পানিতে ঝলসে গিয়ে ঘটনাস্থলে নিহত হয় সলেমান আলী। পরে এ ঘটনায় আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক লিটন সরকার বলেন, আহতদের চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রুহিনা থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়।
Development by: webnewsdesign.com