ঠাকুরগাঁওয়ে ঢোলারহাট এসসি উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনিতে ভর্তিকৃত ১৫০ জন শিক্ষার্থীদের নবীন বরণ, ওরিয়েন্টেশন ও অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত হয়ে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ঢোলারহাট এসসি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান হয়।
ঢোলারহাট এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্চেল্লো দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অরুনাংশ দত্ত টিটো।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঢোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ।
প্রধান অতিথি অরুণাংশু দত্ত টিটো বলেন , আমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের দায়িত্ব তার সন্তান কি করছে কোথায় যাচ্ছে স্কুল যাচ্ছে কিনা তার খবর রাখতে হবে।
সভা শেষে ঢোলারহাট এসসি উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনিতে ভর্তিকৃত ১৫০ শিক্ষার্থীর মাঝে বই বিতরন করা হয়।
Development by: webnewsdesign.com