ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযােদ্ধা ইসাহাক আলীর মৃত্যু

মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০২১ | ৫:১২ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযােদ্ধা ইসাহাক আলীর মৃত্যু
apps

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযােদ্ধা ইসাহাক আলী (৭৪) নিহত হয়েছেন। তিনি রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ছিলেন।

মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল উপজেলার বলিদ্বারা বাজার সংলগ্ন এলাকায় মােটরসাইকেল নছিমন মুখােমুখি সংঘর্ষে গুরতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তিনি মারা যান।

আট নম্বর নন্দুয়ার ইউপির বর্তমান চেয়ারম্যান জমিরুল ইসলাম ও বীর মুক্তিযােদ্ধা আবু সুফিয়ান বলেন, মরহুমের জানাজা নামাজ বিকেল ৫টায় বলিদাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। তার নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল লতিফ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক নসিমনটি আটক করা হয়েছে।

Development by: webnewsdesign.com