বগুড়ার কাহালুতে ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনে কেটে মা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, কাহালু পৌর এলাকার সাগাটিয়া গ্রামের মা ফেলানী বেগম (৫৫) ও ছেলে রাজ বাবু (২৫) ।কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, সোমবার বেলা দেড়টার দিকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেসের একটি ট্রেন কাহালু রেলওয়ে স্টেশন পার হওয়ার সময় রেললাইনের উপর বসে থাকা রাজ বাবুকে সরিয়ে নিতে মা চেষ্টা করেন। এসময় ট্রেন চলে এলে দুজনই ট্রেনে কেটে মারা যায়।ওসি আরো জানান, রাজ বাবু মানসিক রোগী ছিল। তার মা স্টেশনে বরই, আচার বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। লাশ দুটি রেলওয়ে পুলিশ হেফাজতে নিয়েছে।
Development by: webnewsdesign.com