জয়পুরহাটের পাঁচবিবিতে দাড়িয়ে থাকা ট্রেনের পাশ দিয়ে পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে পাঁচবিবি রেলওয়ে স্টেশন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ফিরোজা বলেন,আমি রেললাইনের পাশেই দাঁড়িয়ে ছিলাম। এসময় ওই বৃদ্ধা রেললাইন পারাপার হতে গেলে সে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি স্টেশন অতিক্রমের সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।বিষয়টি নিশ্চিত করছেন পাঁচবিবি রেলওয়ে স্টেশন মাষ্টার আনোয়ার হোসেন।
Development by: webnewsdesign.com