ট্রাফিক পক্ষ: সিলেটে ৮ম দিনে ১৯৪টি মামলা, ১১১টি যানবাহন আটক

বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১ | ৫:৩৫ অপরাহ্ণ

ট্রাফিক পক্ষ: সিলেটে ৮ম দিনে ১৯৪টি মামলা, ১১১টি যানবাহন আটক
apps

সিলেট নগরীতে গত ১৬ জুন থেকে চলছে ট্রাফিক পক্ষ। তারই ধারাবাকিতায় বুধবার (২৪ জুন) ট্রাফিক পক্ষের ৮ম দিনে অভিযান চালিয়ে ১৯৪ মামলা ও ১১১টি যানবাহন আটক করা হয়েছে।

অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্ট হুমায়ুন রশীদ চত্বর, মধুবন পয়েন্ট, শেখঘাট পয়েন্ট, শিবগঞ্জ পয়েন্ট ও ওভার ব্রীজের নিচে চেকপোস্ট পরিচালনা করে মোট ৯৪টি মামলা ও ৬৮টি গাড়ি আটক করা হয়।

এদিকে, ট্রাফিক বিভাগের কুইক রেসপন্স টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৫৩টি মামলা ও ২৫টি যানবাহন আটক করে। এছাড়া বিভিন্ন পয়েন্টে ডিউটিতে নিয়োজিত ট্রাফিক পুলিশ ৪৭টি মামলা ও ১৮টি গাড়ি আটক করে।

অভিযানে সিএনজি অটোরিকশা ৬২টি, মোটরসাইকেল ৮৯টি, প্রাইভেট কার ১৬টি ও অন্যান্য ২২টি মামলা সহ মোট ১৮৯টি মামলা এবং সিএনজি অটোরিকশা ১৭টি, মোটরসাইকেল ৬২টি, প্রাইভেট কার ৬টি, অন্যান্য ২৬টি সহ মোট ১১১টি গাড়ি আটক করা হয়।

Development by: webnewsdesign.com