টেস্ট না খেলে পয়েন্ট ভাগে আপত্তি বিসিবির..

শনিবার, ২৪ অক্টোবর ২০২০ | ৩:১৭ অপরাহ্ণ

টেস্ট না খেলে পয়েন্ট ভাগে আপত্তি বিসিবির..
apps

করোনা মহামারিতে স্থগিত টেস্ট ম্যাচগুলো নিয়ে আইসিসির পয়েন্ট ভাগাভাগির পরিকল্পনার সঙ্গে একমত নয় বিসিবি। ম্যাচ না খেলে পয়েন্ট পাওয়ার চেয়ে, খেলাটাকেই বেশি প্রাধান্য দিচ্ছে বোর্ড। জানিয়েছেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান। একই সুর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সহসভাপতি রাভিন ভিকরামারত্নের কণ্ঠেও। বলেন, ক্যালেন্ডারে ফাঁকা পেলে বাংলাদেশের বিপক্ষে সিরিজটা আবারও আয়োজনের আগ্রহ ছিল এসএলসির।

আইসিসি করোনায় স্থগিত হওয়া টেস্ট ম্যাচগুলোকে ক্যালেন্ডারে আর না রেখে, পয়েন্ট ভাগ করে দেয়ার পরিকল্পনা সাজাচ্ছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের কোনো ম্যাচে না জেতা বাংলাদেশের সে হিসেবে খুশিই হওয়ার কথা। তবে, পয়েন্টের হিসেবে লাভ হলেও, তা যেন মনঃপুত হচ্ছে না বিসিবির।

বিসিবি ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান বলেন, আমাদের জন্য টেস্ট খেলাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা ওয়ানডেতে খেলে উন্নতি করেছি। ওই হিসেবে টেস্ট আমরা অনেক কম খেলেছি। পয়েন্ট পাওয়া বা না পাওয়া অন্য ব্যাপার। কিন্তু খেলাটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

টাইগারদের টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ স্থগিত হওয়া ম্যাচ ৩টি হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। তবে লঙ্কান সরকারের কোয়ারেন্টাইনের কঠিন শর্ত নিয়ে দুই বোর্ডের বনিবনা না হওয়ায় শেষ পর্যন্ত আর আলোর মুখ দেখেনি সিরিজটি। সম্ভাবনা ছিলো, পরবর্তীতে সুবিধাজনক সময়ে আয়োজনের। কিন্তু বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নতুন আইডিয়ায় সম্ভাব্য সে সিরিজের ভবিষ্যতই যে হুমকির মুখে।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সহসভাপতি রাভিন ভিকরামারত্নে জানান, ‘আমি শুনেছি, আইসিসি পয়েন্ট ভাগাভাগি করার পরিকল্পনা করছে। পূর্ণ পয়েন্ট পাওয়ার সুযোগ আর থাকছে না আমাদের। তবে, ক্যালেন্ডার দেখে, ফাঁকা থাকলে বাংলাদেশের বিপক্ষে সিরিজটা আবারও আয়োজনের চেষ্টা করতে পারতাম।’

ভিকরামারত্নে আরও জানান, ২১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া লঙ্কা প্রিমিয়ার লিগে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়েও আগ্রহ ছিল এসএলসির।

বাংলাদেশি ক্রিকেটাররা নিজেদের হয়তো অভাগা ভাবতে পারেন। যে বিপিএলের কারণ দেখিয়ে এলপিএলে যাওয়ার ছাড়পত্র দেয়া হয়নি, সেটাও যে এ বছর হচ্ছে না।টেস্ট না খেলে পয়েন্ট ভাগে আপত্তি বিসিবির
টেস্ট না খেলে পয়েন্ট ভাগে আপত্তি বিসিবির

করোনা মহামারিতে স্থগিত টেস্ট ম্যাচগুলো নিয়ে আইসিসির পয়েন্ট ভাগাভাগির পরিকল্পনার সঙ্গে একমত নয় বিসিবি। ম্যাচ না খেলে পয়েন্ট পাওয়ার চেয়ে, খেলাটাকেই বেশি প্রাধান্য দিচ্ছে বোর্ড। জানিয়েছেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান। একই সুর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সহসভাপতি রাভিন ভিকরামারত্নের কণ্ঠেও। টেলিফোনে সময় সংবাদকে তিনি বলেন, ক্যালেন্ডারে ফাঁকা পেলে বাংলাদেশের বিপক্ষে সিরিজটা আবারও আয়োজনের আগ্রহ ছিল এসএলসির।

আইসিসি করোনায় স্থগিত হওয়া টেস্ট ম্যাচগুলোকে ক্যালেন্ডারে আর না রেখে, পয়েন্ট ভাগ করে দেয়ার পরিকল্পনা সাজাচ্ছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের কোনো ম্যাচে না জেতা বাংলাদেশের সে হিসেবে খুশিই হওয়ার কথা। তবে, পয়েন্টের হিসেবে লাভ হলেও, তা যেন মনঃপুত হচ্ছে না বিসিবির।

বিসিবি ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান বলেন, আমাদের জন্য টেস্ট খেলাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা ওয়ানডেতে খেলে উন্নতি করেছি। ওই হিসেবে টেস্ট আমরা অনেক কম খেলেছি। পয়েন্ট পাওয়া বা না পাওয়া অন্য ব্যাপার। কিন্তু খেলাটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

টাইগারদের টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ স্থগিত হওয়া ম্যাচ ৩টি হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। তবে লঙ্কান সরকারের কোয়ারেন্টাইনের কঠিন শর্ত নিয়ে দুই বোর্ডের বনিবনা না হওয়ায় শেষ পর্যন্ত আর আলোর মুখ দেখেনি সিরিজটি। সম্ভাবনা ছিলো, পরবর্তীতে সুবিধাজনক সময়ে আয়োজনের। কিন্তু বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নতুন আইডিয়ায় সম্ভাব্য সে সিরিজের ভবিষ্যতই যে হুমকির মুখে।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সহসভাপতি রাভিন ভিকরামারত্নে জানান, ‘আমি শুনেছি, আইসিসি পয়েন্ট ভাগাভাগি করার পরিকল্পনা করছে। পূর্ণ পয়েন্ট পাওয়ার সুযোগ আর থাকছে না আমাদের। তবে, ক্যালেন্ডার দেখে, ফাঁকা থাকলে বাংলাদেশের বিপক্ষে সিরিজটা আবারও আয়োজনের চেষ্টা করতে পারতাম।’

ভিকরামারত্নে আরও জানান, ২১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া লঙ্কা প্রিমিয়ার লিগে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়েও আগ্রহ ছিল এসএলসির।

বাংলাদেশি ক্রিকেটাররা নিজেদের হয়তো অভাগা ভাবতে পারেন। যে বিপিএলের কারণ দেখিয়ে এলপিএলে যাওয়ার ছাড়পত্র দেয়া হয়নি, সেটাও যে এ বছর হচ্ছে না।টেস্ট না খেলে পয়েন্ট ভাগে আপত্তি বিসিবির
টেস্ট না খেলে পয়েন্ট ভাগে আপত্তি বিসিবির

করোনা মহামারিতে স্থগিত টেস্ট ম্যাচগুলো নিয়ে আইসিসির পয়েন্ট ভাগাভাগির পরিকল্পনার সঙ্গে একমত নয় বিসিবি। ম্যাচ না খেলে পয়েন্ট পাওয়ার চেয়ে, খেলাটাকেই বেশি প্রাধান্য দিচ্ছে বোর্ড। জানিয়েছেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান। একই সুর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সহসভাপতি রাভিন ভিকরামারত্নের কণ্ঠেও। টেলিফোনে সময় সংবাদকে তিনি বলেন, ক্যালেন্ডারে ফাঁকা পেলে বাংলাদেশের বিপক্ষে সিরিজটা আবারও আয়োজনের আগ্রহ ছিল এসএলসির।

আইসিসি করোনায় স্থগিত হওয়া টেস্ট ম্যাচগুলোকে ক্যালেন্ডারে আর না রেখে, পয়েন্ট ভাগ করে দেয়ার পরিকল্পনা সাজাচ্ছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের কোনো ম্যাচে না জেতা বাংলাদেশের সে হিসেবে খুশিই হওয়ার কথা। তবে, পয়েন্টের হিসেবে লাভ হলেও, তা যেন মনঃপুত হচ্ছে না বিসিবির।

বিসিবি ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান বলেন, আমাদের জন্য টেস্ট খেলাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা ওয়ানডেতে খেলে উন্নতি করেছি। ওই হিসেবে টেস্ট আমরা অনেক কম খেলেছি। পয়েন্ট পাওয়া বা না পাওয়া অন্য ব্যাপার। কিন্তু খেলাটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

টাইগারদের টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ স্থগিত হওয়া ম্যাচ ৩টি হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। তবে লঙ্কান সরকারের কোয়ারেন্টাইনের কঠিন শর্ত নিয়ে দুই বোর্ডের বনিবনা না হওয়ায় শেষ পর্যন্ত আর আলোর মুখ দেখেনি সিরিজটি। সম্ভাবনা ছিলো, পরবর্তীতে সুবিধাজনক সময়ে আয়োজনের। কিন্তু বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নতুন আইডিয়ায় সম্ভাব্য সে সিরিজের ভবিষ্যতই যে হুমকির মুখে।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সহসভাপতি রাভিন ভিকরামারত্নে জানান, ‘আমি শুনেছি, আইসিসি পয়েন্ট ভাগাভাগি করার পরিকল্পনা করছে। পূর্ণ পয়েন্ট পাওয়ার সুযোগ আর থাকছে না আমাদের। তবে, ক্যালেন্ডার দেখে, ফাঁকা থাকলে বাংলাদেশের বিপক্ষে সিরিজটা আবারও আয়োজনের চেষ্টা করতে পারতাম।’

ভিকরামারত্নে আরও জানান, ২১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া লঙ্কা প্রিমিয়ার লিগে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়েও আগ্রহ ছিল এসএলসির।

বাংলাদেশি ক্রিকেটাররা নিজেদের হয়তো অভাগা ভাবতে পারেন। যে বিপিএলের কারণ দেখিয়ে এলপিএলে যাওয়ার ছাড়পত্র দেয়া হয়নি, সেটাও যে এ বছর হচ্ছে না।

Development by: webnewsdesign.com