টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল; ২১৭ রানে থামল ভারত

রবিবার, ২০ জুন ২০২১ | ৭:৩৫ অপরাহ্ণ

 টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল; ২১৭ রানে থামল ভারত
apps

প্রতিকূল আবহাওয়ার মাঝে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে লড়ছে ভারত-নিউজিল্যান্ড। বৃষ্টির হানায় একদিন পর বল মাঠে গড়ায়। দ্বিতীয় দিনে খেলা শুরু হলেও আলোর স্বল্পতায় নির্ধারিত সময়ের অনেক আগেই খেলা শেষ করতে হয়। তৃতীয় দিন (রোববার) একটু দেরিতে হলেও খেলা শুরু হয়েছে।

এদিন, খেলতে নেমে চাপে পড়ে যায় ভারত। শুরু থেকেই যাওয়া আসার মিছিলে ভারতীয় ক্রিকেটাররা। লাঞ্চ বিরতির আগেই ৭ উইকেট নেই তাদের। বিরতি থেকে ফিরে শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে ২১৭ রানে থামে বিরাট বাহিনী।

তৃতীয় দিন খেলতে নেমে কাইল জেমিসনের বলে এলবিডব্লিউ হলেন বিরাট কোহলি। ৪৪ রান করে মাঠ ছাড়লেন ভারত অধিনায়ক। বিরাটের পর ঋষভ পন্থকে সাজঘরে ফেরান কাইল জেমিসন। মাত্র ৪ রান করে মাঠ ছাড়েন তিনি।

ভারতের টেস্ট দলের সহঅধিনায়ক আজিঙ্কা রাহানে ৪৯ রান করে নিল ওয়াগনারের বলে আউট হন। ৬ উইকেট হারানোর পর ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা। ২২ রান করে টিম সাউদির বলে আউট হন রবিচন্দ্রন অশ্বিন।

লাঞ্চ বিরতির পর ফের উইকেট পতন ভারতের। ৪ রান করে আউট হন ইশান্ত শর্মা। তাকে ফেরালেন জেমিসন। ইশান্তের পর বুমরার উইকেট জেমিসনের খাতায়। কোনো রান না করেই মাঠ ছাড়লেন জশপ্রীত বুমরা। এরপর ১৫ রান করে আউট হন রবীন্দ্র জাডেজা। জাডেজার উইকেট নিলেন বোল্ট।

প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে স্বভাবতই সমর্থকদের মাঝে ছিল বাড়তি আগ্রহ। কিন্তু সাউদাম্পটনে ফাইনালের প্রথম দিনের শুক্রবার (১৮ জুন) পুরোটা জুড়েই ছিল বৃষ্টি।

দ্বিতীয় দিনে শনিবার (১৯ জুন) টস হয়। কিন্তু দ্বিতীয় দিনে খেলা শুরু হলেও তাতে ছিল আলোর স্বল্পতা। তাই নির্ধারিত সময়ের অনেক আগেই খেলা শেষ করতে হয়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৪৬ রান।

টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬২ রান তোলে ভারত। ৩৪ রান করা রোহিত শর্মাকে ফেরান জেমিসন। এর পরপরই ২৮ রান করে আউট হন শুভমান গিল। তৃতীয় উইকেটে ব্যাট করতে আসা চেতেশ্বর পুজারাও আউট হন দ্রুত। ৮৮ রানে তিন উইকেট হারিয়ে চাপে পরে ভারত। তবে চতুর্থ উইকেটে বিরাট কোহলি এবং আজিঙ্কা রাহানে জুটি উদ্ধার করে দলকে। দিনশেষে কোহলি ৪৪ আর রাহানে ২৯ রানে অপরাজিত ছিলেন।

Development by: webnewsdesign.com