কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনের ছেড়াদ্বীপে অভিযান চালিয়ে ১ হাজার ১২০ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি গনমাধ্যমকে এসব তথ্য করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে বাংলদেশ কোস্টগার্ড পূর্বজোনের অধিনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক ছেঁড়াদ্বীপ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে ছেঁড়াদ্বীপে বনের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৭১টি প্লাস্টিকের বস্তা দেখতে পাওয়া যায়।
বস্তাগুলো তল্লাশি করে ১ হাজার ১২০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এসময় জব্দকৃত বস্তাগুলোর প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, পরবর্তীতে জব্দকৃত বিদেশি মদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Development by: webnewsdesign.com