টেকনাফে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত সর্দার নুরু নিহত

বৃহস্পতিবার, ০৫ আগস্ট ২০২১ | ১১:৪০ পূর্বাহ্ণ

টেকনাফে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত সর্দার নুরু নিহত
apps

কক্সবাজারের টেকনাফ উপজেলায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত গ্রুপ নুরু বাহিনীর প্রধান নুরু (৪০) নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি বন্দুক, একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৫ আগস্ট) ভোরে উপজেলার দমদমিয়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। নুরু টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুচনি ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের মৃত আবুল বশরের ছেলে।

র‌্যাবের দাবি, এ ঘটনায় দুই র‍্যাব সদস্য আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান জানান, দমদমিয়া এলাকায় রোহিঙ্গা ডাকাতরা সংঘবদ্ধ হয়েছে খবর পেয়ে ভোরে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের আধা ঘণ্টা গুলি বিনিময় হয়। এক পর্যায়ে ডাকাত দল পিছু হটলে ঘটনাস্থল থেকে তিনটি বন্দুক, একটি পিস্তল, গুলি ও একজনের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় সিপিএ মো. ইয়াছিন (২৮) ও কনস্টেবল মো. মাহফুজুল আলম (৩০) আহত হন।

এ ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তানভীর হাসান।

Development by: webnewsdesign.com