টেকনাফে র‌্যাবের অভিযানে ১ লাখ পিস ইয়াবাসহ আটক ১

শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২ | ১:২১ অপরাহ্ণ

টেকনাফে  র‌্যাবের অভিযানে ১ লাখ পিস ইয়াবাসহ আটক ১
টেকনাফে র‌্যাবের অভিযানে ১ লাখ পিস ইয়াবাসহ আটক ১
apps

কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা এলাকা থেকে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, র‌্যাব-১৫ কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে টেকনাফ থানাধীন হ্নীলা এলাকার ওয়াব্রাং মসজিদের পাশে রাস্তায় এক অভিযান পরিচালনা করে। অভিযানে আটককৃত এক নারীর কাছ থেকে উপস্থিত স্বাক্ষীদের উপস্থিতিতে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত নারী হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ওয়াব্রাং এলাকার সুলতান মাহমুদের স্ত্রী জোসনা আক্তার (২৪) বলে জানা যায়। আভিযানিক দল বর্ণিত স্থানে পোঁছানোর পূর্বে দুইজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায় মর্মে আটককৃত নারী স্বীকার করে। তিনি আরো জানান, মাদকদ্রব্যসহ বর্ণিত ধৃত জোস্না আক্তার ও পলাতক আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Development by: webnewsdesign.com