টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ৯ রোহিঙ্গা আটক

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০ | ৬:০৯ অপরাহ্ণ

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ৯ রোহিঙ্গা আটক
apps

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প অভিযান চালিয়ে অস্ত্রসহ ৯ রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৫) এর সদস্যরা। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের আস্তানা থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্প-৩ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের রশিদ আহমেদ (৩২), সলিম উল্লাহ (৫৫), শফিক আলম (২০), আব্দুল হামিদ (২০), মোঃ সাবের (৩২), মোঃ সালাম (৫০), মোঃ ইসমাইল (২৫), হারুনুর রশিদ (২৮), ফয়েজ (২২)। তারা সবাই উখিয়ার কুতুপালাং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

কক্সবাজার র‌্যাব-১৫’র ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, ‘উখিয়ার কুতুপালংয়ের একটি ডাকাত দল টেকনাফের চাকমারকুল শরণার্থী শিবিরের গহীন পাহাড়ে অবস্থান করছে। এমন সংবাদে র‌্যাবের একটি বিশেষদল সেখানে অভিযান পরিচালনা করে। এতে ৯ জন রোহিঙ্গা ডাকাতকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪টি দেশিয় তৈরি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলি ও কিছু কিরিচ উদ্ধার করা হয়। ধৃতরা সবাই ক্যাম্পে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।’

তিনি আরও বলেন, ‘উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে কয়েকদিন ধরে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় এক নারীসহ পাচঁ জন নিহত হয়েছিল। এরপর থেকে র‌্যাব ডাকাতদের ধরতে কয়েকটি শিবিরে অভিযান পরিচালনা করে।’

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘এক পর্যায়ে অভিযানের বিষয়টি টের পেয়ে রোহিঙ্গা ডাকাতরা কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে টেকনাফের চাকমারকুল শরণার্থী শিবিরের আশ্রয় নেয়। পরে মঙ্গলবার সকালে সেখান তাদের আটক করতে সক্ষম হয় র‌্যাব। অস্ত্রসহ আটককৃতদের সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

Development by: webnewsdesign.com