কক্সবাজারের টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মুস্তফা মুকুল।
তিনি জানান, বুধবার রাতে অভিযান চালিয়ে ঝিমংখালী এলাকার বাসিন্দা আব্দুর জব্বারের ছেলে মোহাম্মদ আকবরকে (৪৭) ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী ও উদ্ধারকৃত ইয়াবাসহ সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
Development by: webnewsdesign.com