টি-টোয়েন্টিতে সাকিবের ৫ হাজার রানের মাইলফলক

শনিবার, ২৮ নভেম্বর ২০২০ | ৪:৫৪ অপরাহ্ণ

টি-টোয়েন্টিতে সাকিবের ৫ হাজার রানের মাইলফলক
apps

দীর্ঘ বিরতির পর ব্যাট হাতে মাঠে নেমেছেন সাকিব আল হাসান। যদিও বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে এখনো নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। তবুও নতুন রেকর্ডে নাম উঠেছে তার। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫ হাজার রানের মাইলফলক ছুলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

শনিবার (২৮ নভেম্বর) গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে জেমকন খুলনার হয়ে এই রেকর্ডে নাম লেখান তিনি। ম্যাচটিতে এনামুল হক বিজয়ের সঙ্গে ওপেন করতে নামেন সাকিব। ৬ রান করে সাজঘরে ফিরেন এনামুল। এরপর ইমরুল কায়েসের সঙ্গে জুটি বেঁধে এগোতে থাকেন।

ইনিংসের চতুর্থ ওভারে শরিফুলের বল ফাইনলেগে পাঠিয়ে কাঙ্ক্ষিত মাইলফলকের ছুলেন সাকিব। যদিও এই রেকর্ডের পর বেশিক্ষণ উইকেটে স্থায়ী হতে পারেননি তিনি। পরের ওভারেই নাহিদুলের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান। মাত্র তিন রানে শেষ হয় তার ইনিংস।

এর আগে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়েছিলেন তামিম ইকবাল। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বাধিক ৫ হাজার ৮৬৪ রান তামিমের। এরপর আছেন সাকিব, তার রান ৫ হাজার।

Development by: webnewsdesign.com