টানা ১২ দিন বন্ধের পর ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ভারত থেকে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে সরকারি (আইপি) অনুমতিপত্রের মেয়াদ বৃদ্ধি করলেও গত ২৯ মার্চ এর পর থেকে বন্দর দিয়ে আমদানিকারকরা পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছিলেন।
সোমবার (১১ এপ্রিল) দুপুরে ভারতীয় পেঁয়াজবোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আবারও আমদানি শুরু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দরের আমদানিকারক নুর আলম বাবু বলেন, ভারত থেকে টানা ১২ দিন বন্ধ থাকার পর আজ আবারও এই বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছি। গত ২৯ মার্চ শেষ পেঁয়াজ আমদানি করেছি। এরপর লোকসানের ভয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছিলাম।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, গত ২৯ মার্চ পেঁয়াজ আমদানির ক্ষেত্রে সরকারি (আইপি) অনুমতির শেষ দিন ছিলো। যে কারনে আমদানিকারকরা আগের এলসির সব পেঁয়াজ তাড়াহুড়া করে বন্দরে প্রবেশ করায়। ফলে পর্যাপ্ত পেঁয়াজ আমদানির কারণে বন্দরে অনেক ব্যবসায়ীর পেঁয়াজ পঁচে নষ্ট হয়ে গিয়েছে। এই কারণে গত ২৯ মার্চ থেকে আমদানিকারকরা পেঁয়াজ আমদানি বন্ধ রাখে। বর্তমানে গুদাম গুলোতে পেঁয়াজ মজুদ কমে গেছে। তাই দেশের বাজারে চাহিদা থাকায় আবারও পেঁয়াজ আমদানি শুরু করেছেন এখানকার ব্যবসায়ীরা।
তিনি আরও বলেন, বাজারে নতুন করে পেঁয়াজের দাম বাড়ার কোন সম্ভাবনা নেই।
হিলি বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, পেঁয়াজ আমদানির ক্ষেত্রে সরকারি (আইপি) অনুমতির মেয়াদ বৃদ্ধি করলেও গত ২৯ মার্চ এর পর থেকে এই বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়নি। দীর্ঘ ১২ দিন পর আবারও আজ ভারতীয় পেঁয়াজবোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করেছে। নতুন করে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় বাজারে পেঁয়াজের দাম বাড়ার কোন সম্ভাবনা থাকবে না।
Development by: webnewsdesign.com