টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে ডুবেছে চট্টগ্রামের নিম্নাঞ্চল

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০ | ১১:০৫ পূর্বাহ্ণ

টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে ডুবেছে চট্টগ্রামের নিম্নাঞ্চল
apps

বৃহস্পতিবার মধ্যরাত থেকে টানা বৃষ্টি হচ্ছে বন্দর নগরী চট্টগ্রামে। যার ফলে পানিতে তলিয়ে গেছে নগরীর অনেক এলাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি ও জোয়ারের পানিতে নগরীর নিম্নাঞ্চলে হাঁটু পানি জমেছে। টানা বর্ষণের ফলে গতকাল থেকেই দুর্ভোগে পড়েছেন নগরীর হাজার হাজার মানুষ।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মেঘনাধ তঞ্চঙ্গ্যা জানান, ‘উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন স্থানে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের কারণে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় টানা বৃষ্টি হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের উপর এখনো মৌসুমি বায়ু বলবৎ আছে। রাতভর থেমে থেমে বৃষ্টি হয়েছে, বিভাগের অনেক স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে।’

‘শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পতেঙ্গা আবহাওয়া অফিস ১৭৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে।’

Development by: webnewsdesign.com