সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী রমেছা খানম। তিনি আগে ইউপি সদস্য ছিলেন। সংগৃহীত ছবি নির্বাচনে হেরে ২ বছর আগে দেওয়া ৪টি কম্বল ফেরত নেওয়ার অভিযোগ উঠেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী রমেছা খানমের বিরুদ্ধে। রবিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত ইউপি নির্বাচনে পরাজিত হন তিনি। তিনি আগে সংরক্ষিত নারী সদস্য ছিলেন। এবার তার স্থানে নির্বাচিত হয়েছেন জোসনা বেগম।
স্থানীয়রা অভিযোগ করেন, প্রায় ২ বছর আগে আকুয়া গ্রামের মকবুল হোসেন, অনু মিয়া, সংকু ও বংকুকে একটি করে কম্বল দেন তৎকালীন সংরক্ষিত নারী ইউপি সদস্য রমেছা খানম। ওই সময় তিনি যাদের কম্বল দিয়েছিলেন তারা এ নির্বাচনে বিজয়ী প্রার্থী জোসনা বেগমের প্রতিবেশী। নির্বাচনে পরাজিত হওয়ায় রমেছা খানম তাদের কাছ থেকে ওই কম্বলগুলো ফেরত নিয়ে গেছেন।
ভুক্তভোগী মকবুল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আমাদের ৪ ভাইকে ৪টি কম্বল দিয়েছিলেন রমেছা খানম। নির্বাচনে আমাদের পাশের বাড়ির প্রার্থী জোসনা বেগমের পক্ষে কাজ করি। জোসনার পক্ষে কাজ করার কারণে রমেছা খানম কম্বলগুলো ফেরত নিয়ে গেছেন।’
অনু মিয়া বলেন, ‘রমেছা খানম যে কাজটি করলেন তা এলাকাবাসী দেখেছেন। গরিবের প্রতি তার অবিচার আগে থেকেই। এজন্যই তার পক্ষে নির্বাচন করিনি। এ কারণে তিনি সকালে এসে সব কম্বল নিয়ে গেছেন।’এ বিষয়ে সাবেক ইউপি সদস্য রমেছা খানম গণমাধ্যমকে বলেন, ‘কম্বল ফেরত নেওয়ার মতো কোনো জিনিস? এটা সম্পূর্ণ মিথ্যা কথা। বিরোধীরা আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।’
Development by: webnewsdesign.com