টাঙ্গাইলের মির্জাপুরে ভাইয়ের হাতে বোন খুন

বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১ | ১২:০৮ অপরাহ্ণ

টাঙ্গাইলের মির্জাপুরে ভাইয়ের হাতে বোন খুন
apps

টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হয়েছেন। বুধবার (২০ জানুয়ারি) বিকেলে মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের উত্তর পেকুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুলতানা আক্তার (৩০) ওই গ্রামের মৃত শাজাহানের মেয়ে। এ ঘটনায় সুলতানার আপন ছোট ভাই শফিকুল ইসলামকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে ভাই-বোনের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে বিকেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় শফিকুল তার বড় বোন সুলতানাকে কিল-ঘুষি মারতে থাকেন। একপর্য়ায়ে সুলতানাকে ঘরে নিয়ে গলা টিপে হত্যা করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় অভিযুক্ত শফিকুলকে গ্রেফতার করা হয়েছে।

Development by: webnewsdesign.com