টাঙ্গাইলের মির্জাপুরে এক খামারির ১০টি হাঁস লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া খামার ভাঙচুর করে আরও ২৫০টি হাঁস ধরে নিয়ে গেছে প্রতিপক্ষ। উপজেলার মহেড়া ইউনিয়নের মহেড়া গ্রামে গত শুক্রবার দুপুরের এ ঘটনায় খামারি মো. শফিকুল মিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে তিনি একই ইউনিয়নের নগর ছাওয়ালী গ্রামের লতিফ তালুকদারের পুত্র মোস্তফা তালুকদারকে অভিযুক্ত করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আগছাওয়ালী গ্রামের হাবেল কাজীর ৪২ শতাংশ জমি লিজ নিয়ে হাঁসের খামার করছেন শফিকুল মিয়া। বিবাদী মোস্তফা তালুকদার ওই জমি তার দাবি করে খামার ভাঙচুর করে ১০টি হাঁস মেরে ফেলে। বাকি ২৫০টি হাঁস ধরে নিয়ে যান। শুধু তাই নয়, মোস্তফা তালুকদার তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন।
এ ঘটনায় থানায় অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করবে বলে জানা গেছে। এ বিষয়ে মির্জাপুর থানার ওসি মো. শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, অভিযোগটি খতিয়ে দেখা ।
Development by: webnewsdesign.com