টাকার অভাব : নিজেই নিজের খাৎনা করলেন কিশোর!

মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২০ | ৬:২২ অপরাহ্ণ

টাকার অভাব : নিজেই নিজের খাৎনা করলেন কিশোর!
apps

ছেলের বয়স ১০ বছর চলছে। কিন্তু তার খাৎনা দেওয়ার টাকা দিতে পারছে না পরিবার। এতে সমবয়সীদের কাছে লজ্জায় পড়তে হচ্ছিল কেনিয়ার কিসি কাউন্টির ইটারে গ্রামের এক নাবালককে। অবশেষে নিজেই ছুরি দিয়ে খাৎনা করেছে সে।

জানা গেছে, খাৎনা দেওয়ার জন্য কেনিয়ার এক হাজার শিলং বা বাংলাদেশি ৮৪০ টাকার দরকার ছিল। সেই টাকা যোগাড় করতে পারেনি ছেলেটির পরিবার। মাসখানেক আগে ছেলেটি রাগে-অভিমানে নিজেই রান্নাঘর থেকে ছুরি নিয়ে বাইরে বেরিয়ে গিয়ে খাৎনা করে ফেলে।
ছেলেটি সবেমাত্র দ্বিতীয় শ্রেণিতে পড়ছে। তার বন্ধুদের মধ্যে অবশিষ্টরাও গত ডিসেম্বরে খাৎনা করে নিয়েছে। কেবল বাদ ছিল সে। নিজেই ছেলেটি এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করার পর গুরুতর অসুস্থ হয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হলেও গভীর ক্ষত শুকিয়ে আসার ফলে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে ছেলেটিকে। কাল থেকেই তার স্কুল চালু হচ্ছে। তবে ছেলেটি আপাতত স্কুলে যেতে পারবে না বলে জানা গেছে।

Development by: webnewsdesign.com