ঝড়ে গাছ চাপায় আহত পরিবারের পাশে কাজিপুরের ইউএনও

রবিবার, ১৫ মে ২০২২ | ৬:১০ অপরাহ্ণ

ঝড়ে গাছ চাপায় আহত পরিবারের পাশে কাজিপুরের ইউএনও
apps

গত শুক্রবার কাল বৈশাখী ঝড়ে গাছ চাপায় গুরুতর আহত হন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বীরশুভগাছা গ্রামের নুরুল ইসলাম-বুলবুলি দম্পতি। খবর পেয়ে রোববার দুপুরে বুলবুলির বাড়িতে যান কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী।

তিনি জানতে পারেন আহত বুলবুলি খাতুনের অবস্থা সঙ্কটাপন্ন। বুলবুলির স্বামী ও সন্তানও চিকিৎসা নিচ্ছেন। সব শুনে ওই পরিবারের খাবার ব্যবস্থা ও চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার তাৎক্ষণিক ঘোষণা দেন ইউএনও।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুভগাছা ইউনিয়নের বীর শুভগাছা গ্রামের ওয়াপদা বাধের ঢালে একটি ঝুপড়ি ঘরে স্বামী ও এক সন্তানকে নিয়ে কষ্টে বসবাস করতেন বুলবুলি খাতুন। একটি গরু ও হাস-মুরগী পাহারা দেয়ার জন্য রান্না ঘরেই শুয়ে ছিলেন তারা। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটায় হঠাৎ ঝড়ো বাতাস ওঠে।

এ সময় রাস্তার পাশে বন বিভাগের রোপণ করা বিশালাকৃতির একটি কড়ই গাছের ডাল ভেঙে পড়ে ঘরের উপর। ডালের ভরে ঘরটি দুমড়ে মুচড়ে যায়। ডালের চাপায় পড়ে বুলবুলি মারাত্মক আহত হন। এসময় তার স্বামী ও সন্তানও আহত হয়।। আশঙ্কা জনক অবস্থায় স্থানীয়রা তাঁকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

শুভগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, ভূমিহীন ওই পরিবারটি ওয়াপদা বাধের ঢালে ঘর তুলে বসবাস করছেন। হাস-মুরগী আর একটি গাভী পালন করে একটি ছেলেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন। তাঁর চিকিৎসার জন্য আমরা এলাকা থেকে কিছু অর্থ সংগ্রহ করে দিয়েছি।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, বন বিভাগকে বলা হয়েছে গাছটি অপসারণ করতে। বুলবুলির পরিবারের খাবারের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা প্রশাসন থেকে চিকিৎসার জন্য যেটুকু সম্ভব সহায়তা করা হবে বলে জানিয়েছেন তিনি ।

Development by: webnewsdesign.com