ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুর ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকেলে উপজেলার রামচন্দ্রপুর বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য বিএনপির একাংশের উদ্যোগে রামচন্দ্রপুর বাজারে একটি সভার আয়োজন করা হয়। বিকেলে জয়ন্ত কুন্ডু নেতাকর্মীদের নিয়ে সভাস্থলে পৌঁছালে মাঠের একপাশে হঠাৎ তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে সভাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত নেতাকর্মীরা ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে জয়ন্ত কুন্ডু বলেন, “ঈদ শুভেচ্ছা জানাতে এসে এমন হামলার শিকার হতে হবে তা কল্পনাও করিনি। আমি এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় শৈলকুপার শেখপাড়া বাজারে বিক্ষোভ মিছিল করেছে জয়ন্ত কুন্ডুর সমর্থকরা। তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, “রামচন্দ্রপুর বাজার এলাকায় কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। ঘটনাস্থলে ককটেল নয়, বরং পটকা বা বাজি ফাটানো হয়ে থাকতে পারে।”
তবে বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা হামলার পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছেন।
Development by: webnewsdesign.com