যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেককে শুভেচ্ছা জানানোর সময় ঝালকাঠি জেলা বিএনপির নেতাকর্মীদের উপর হামলায় ৬ জন আহত হয়েছেন। সোমবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের পেট্রোলপাম্প মোড়ে এ ঘটনা ঘটে। ঝালকাঠি বিএনপির নেতাকর্মীদের ওপর কারা হামলা চালিয়েছে তা কেউ সুনির্দিষ্টভাবে জানাতে পারেনি।
জানা গেছে, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক পিরোজপুর থেকে সড়ক পথে বরিশালে যাচ্ছিলেন। এ সময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলাদলের বিপুল সংখ্যক নেতাকর্মী শহরের প্রবেশদ্বারে অবস্থান নেয় ফুলেল শুভেচ্ছা জানাতে। এ সময় পেছন থেকে নেতাকর্মীরা অতর্কিত হামলার শিকার হন। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন।
জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েল জানান, আমরা দলীয় নেতাকর্মীদের শহরের প্রবেশদ্বার পেট্রোলপাম্প মোড়ে নেতাকে ফুলেল শুভেচ্ছা জানাতে অপেক্ষা করছিলাম। পেছন থেকে অতর্কিতভাবে হামলা করা হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে অন্ধকারের মধ্যে হামলা হওয়ায় কারা এমন নগ্ন আচরণ করেছে তা চিনতে পারেননি বলেও জানান তিনি। স্বেচ্ছাসেবক দলের নেতা মো. জামাল বলেন, আমাদের ওপর অন্ধকারে কারা হামলা করছে তা দেখিনি।
জেলা বিএনপির দফতরের দায়িত্বে থাকা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন জানান, পেছন থেকে কারা হমলা করেছে তা দেখিনি। তবে তদন্ত করলে সঠিক তথ্য পাওয়া যাবে। এ হামলায় আমাদের অন্তত ৬ জন আহত হয়েছেন।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, বিএনপির নেতা এমএ মালেককে শুভেচ্ছা জানানোর পর ঝালকাঠি বিএনপির নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
Development by: webnewsdesign.com