জয় বাংলা স্লোগানের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করেছি —প্রধানমন্ত্রী

মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ | ১:২৬ অপরাহ্ণ

জয় বাংলা স্লোগানের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করেছি —প্রধানমন্ত্রী
apps

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জয় বাংলা স্লোগান বাঙালির মুক্তি সংগ্রামের স্লোগান। জয় বাংলা স্লোগান আত্মত্যাগের স্লোগান, আমাদের অর্জনের স্লোগান। যে স্লোগানের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করেছি।

গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) আয়োজিত ‘জয় বাংলা’ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের মূল উদ্দীপক স্লোগান ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা দেয়ায় এ আয়োজন করে বিএবি। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী বলেন, জাতীয় স্লোগানের স্বীকৃতি পাওয়ার মধ্য দিয়ে জয় বাংলা সবার হয়েছে। এই জয় বাংলার মধ্য দিয়ে এ বার্তাই আমরা বিশ্বের কাছে পৌঁছাতে চাই যে, আমরা বিজয়ী জাতি, আমরা বিজয় অর্জন করেছি। মাথানত করে আমরা চলি না। মাথানত করে চলব না। বিশ্বদরবারে প্রতিটি বাঙালি যে যেখানে থাকে, মাথা উঁচু করে চলবে।

সরকারপ্রধান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সারা জীবন উৎসর্গ করেছেন বাংলাদেশের মানুষের জন্য। যে মানুষগুলো ক্ষুধা-দারিদ্র্যে জর্জরিত ছিল। সবদিক থেকেই বঞ্চনার শিকার ছিল। সেই মানুষগুলোর ভাগ্য পরিবর্তন করার জন্য জাতির পিতা তার জীবন উৎসর্গ করেছিলেন। ছয় দফা থেকেই তিনি নির্দেশ দিলেন জয় বাংলাকে মাঠে নিয়ে যাওয়ার জন্য। আমরা যখন ছাত্রলীগের কর্মী, তখনই কিন্তু তিনি জয় বাংলা স্লোগানকে মাঠে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। এর মধ্যে যে অর্থ নিহিত ছিল, তা হচ্ছে সংগ্রামের মধ্য দিয়ে মানুষের মধ্যে স্বাধীনতার চেতনাকে জাগ্রত করা এবং এ স্লোগানের মধ্য দিয়েই আমাদের মুক্তিযুদ্ধ ও বিজয় অর্জন।

অনুষ্ঠানে পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব নিহতকে স্মরণ করে শেখ হাসিনা বলেন, আজ আমি খুশি হতাম, রেহানা যদি আমার পাশে থাকত। কারণ আমরা দুটি বোনই বেঁচে ছিলাম। ও আমার থেকে ১০ বছরের ছোট। ও না থাকলে বোধহয় আমরা এতদূর এগিয়ে আসতে পারতাম না। কারণ সে আমার একটা বড় শক্তি। কাজেই আমরা দুজন আজ সব থেকে আনন্দিত। এ জয় বাংলা স্লোগান, যে স্লোগান এ দেশের মানুষকে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়ে বিজয় অর্জনের পথে এগিয়ে নিতে সহযোগিতা করেছে।

নিজেদের উৎপাদিত বিভিন্ন পণ্যের বাজার দেশের অভ্যন্তরে সৃষ্টি করতে ব্যবসায়ীদের পরামর্শ দেন সরকারপ্রধান। তিনি বলেন, উৎপাদিত পণ্য বাজারজাত করতে হবে। বিদেশে রফতানির পাশাপাশি আমার নিজের দেশে বাজার সৃষ্টি করতে হবে। আর বাজার সৃষ্টি করতে হলে আমার দেশের মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে হবে। আর সেই ক্রয়ক্ষমতাটা আমি তখনই বাড়াতে পারব, যখন এ দেশের মানুষের আর্থিক সচ্ছলতা আসবে।

বিএবিকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, যখনই কোনো দুর্যোগ এসেছে, যখনই কোনো সমস্যা এসেছে, আমার বলতে হয়নি, আপনারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। আপনারা যে সহযোগিতা দিয়েছেন, তা দিয়েই আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পেরেছি, সহযোগিতা করেছি।

 

Development by: webnewsdesign.com