জয়পুরহাটে ইট বোঝাই ট্রাক্টরের চাপায় নারী নিহত

বুধবার, ১৮ আগস্ট ২০২১ | ১২:২৬ অপরাহ্ণ

জয়পুরহাটে ইট বোঝাই ট্রাক্টরের চাপায় নারী নিহত
apps

জয়পুরহাটে ইট বোঝাই ট্রাক্টরের চাপায় বিউটি বেগম নামে এক নারী নিহত হয়েছেন।

বুধবার (১৮ আগস্ট) সকাল ১০টায় জয়পুরহাট সদর উপজেলার হিচমী বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিউটি বেগম উপজেলার কড়ই মালো পাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ব্যাটারিচালিত অটোভ্যানে করে জয়পুরহাটে যাচ্ছিলেন বিউটি বেগমসহ ৬ যাত্রী। পথে ভাঙ্গা রাস্তার কারণে হিচমী বাজারের চারমাথা মোড় এলাকায় ভ্যান থেকে পড়ে যান বিউটি বেগম। এ সময় জয়পুরহাট থেকে আসা গুয়াবাড়ীগামী ইট বোঝাই একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

জয়পুরহাট সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুন দুর্ঘটনায় নারী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Development by: webnewsdesign.com