ইউক্রেনে রাশিয়া অভিযান শুরুর আগেই ভ্লাদিমির জেলেনস্কিকে একটি নিরাপদ স্যাটেলাইট ফোন পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই ফোনের মাধ্যমেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গত মাসে ফোনটি উপহার দিয়েছিল যুক্তরাষ্ট্র।
এর আগে কিয়েভে দূতাবাসের মাধ্যমে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ হতো। রাশিয়ার আক্রমণের আশঙ্কা দেখা দেওয়ার পর দূতাবাস খালি করে ফেলে যুক্তরাষ্ট্র। ওই সময় ফোনটি দিয়েছিল যা এখন ব্যবহার করছেন জেলেনস্কি।
রাশিয়া বিশাল সৈন্যবহর নিয়ে ইউক্রেনে অভিযান শুরু চালালে যুক্তরাষ্ট্র জেলেনস্কিকে উদ্ধারের প্রস্তাব দিয়েছিল। তবে তা নাকচ করে দিয়ে অস্ত্রসাহায্য চান জেলেনস্কি। রাশিয়ার অভিযানের মধ্যেও একাধিকবার জেলেনস্কিকে বাইরে বের হতে দেখা গেছে।
Development by: webnewsdesign.com