জেলার সেরা করদাতার সম্মাননা ক্রেস্ট পেলেন উপজেলা চেয়ারম্যান হারুন

বুধবার, ২৪ নভেম্বর ২০২১ | ৬:৩১ অপরাহ্ণ

জেলার সেরা করদাতার সম্মাননা ক্রেস্ট পেলেন উপজেলা চেয়ারম্যান হারুন
apps

দ্বিতীয় বারের মতো দিনাজপুর জেলার সর্বোচ্চ সেরা করদাতার সম্মাননা পেলেন হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সভাপতি ও হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন। তিনি ব্যবসায়ী ক্যাটাগরিতে ‘মেসার্স খান ট্রেডার্স’এর স্বত্বাধিকারী হিসেবে এই সম্মাননা পেয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রংপুরে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম সাক্ষরিত একটি সম্মাননা ক্রেস্ট হারুন উর রশিদ হারুনের হাতে তুলে দেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা।

উল্লেখ্য, তিনি ২০২০-২০২১ কর বর্ষেও এনবিআরের সেরা করাদাতা হয়েছেন। চলতি অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ডে প্রায় কোটি টাকার কর প্রদান করে জেলার সর্বোচ্চ করদাতা বিবেচিত হয়েছেন। গত বছরেও তিনি সেরা করদাতা হয়েছিলেন।

Development by: webnewsdesign.com