সৌদি আরবের জেদ্দায় প্রায় ৩৫ লাখ পিস ইয়াবার (এমফেটামিন) একটি চালান জব্দ করা হয়েছে। দেশটির জেনারেল ডিরেক্টরেট অব নারকোটিকস কন্ট্রোল এ তথ্য জানিয়েছকর্তৃপক্ষ জানায়, জেদ্দার স্থলবন্দরে পাথর এবং বাগান করার সামগ্রীর একটি চালানের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল প্রায় ৩৫ লাখ ১০ হাজার এমফেটামিন ট্যাবলেট (ইয়াবা)। এ বিপুল পরিমাণ মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকা ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার মাদক চোরাচালানকারীদের মধ্যে চারজন সৌদির নাগরিক। বাকি ছয়জনের মধ্যে তিনজন তুরস্কের নাগরিক। তারা প্রবাসী হিসেবে সৌদি আরবে প্রবেশ করেছেন, একজন অজ্ঞাতনামা প্রবাসী, একজন ভিজিটর ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করা ব্যক্তি এবং ওমরাহ ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করা একজন সিরিয়ার নাগরিক রয়েছেন।গ্রেফতারদের বিচারের জন্য সৌদি বিচার বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
Development by: webnewsdesign.com