জেএমবি’র ২ সদস্যকে আটক করেছে র‌্যাব

শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০ | ৭:০৩ অপরাহ্ণ

জেএমবি’র ২ সদস্যকে আটক করেছে র‌্যাব
apps

লালমনিরহাটে অভিযান চালিয়ে জেএমবি’র দুইজন দাওয়াতি সক্রিয় সদস্য আটক করেছে র‌্যাব-৮ বরিশালের একটি দল।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে র‌্যাব-৮ এর একটি প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানা গেছে।
এর আগে দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম বাজার ও কালীগঞ্জ উপজেলার আকিজ বিড়ি বটতলা মোড় থেকে পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।

 

 

আটককৃতরা হলেন, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের পন্ডিতের বাড়ি এলাকার আবুল কালামের ছেলে লাবু হোসেন (২৩) ও কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ভোটমারী নাককাঠি ডাঙ্গা এলাকার মোবারক হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩০)। দুই জনেই জেএমবি’র দাওয়াতি সক্রিয় সদস্য।

 

 

র‌্যাব-৮ এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ বরিশালের একটি দল বৃহস্পতিবার লালমনিরহাটের পাটগ্রাম ও কালীগঞ্জ উপজেলায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করে।

এ সময় পাটগ্রাম বাজার থেকে লাবু হোসেনকে এবং অপর অভিযানে কালীগঞ্জ উপজেলার আকিজ বিড়ি বটতলা মোড় থেকে আবু বক্কর সিদ্দিককে আটক করেন। তারা পেশার আড়ালে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে জেএমবি’র কার্যক্রম পরিচালনা করছে বলে জানান র‌্যাব।

Development by: webnewsdesign.com