জেআইয়ের সঙ্গে সম্পর্কের দায়ে ইন্দোনেশিয়ায় আলেম গ্রেফতার

বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১ | ১:০০ অপরাহ্ণ

জেআইয়ের সঙ্গে সম্পর্কের দায়ে ইন্দোনেশিয়ায় আলেম গ্রেফতার
apps

আল কায়েদা-সংশ্লিষ্ট জেমাহ ইসলামিয়া (জেআই) গ্রুপের সঙ্গে সম্পর্কের দায়ে ইন্দোনেশিয়ার ওলামা কাউন্সিলের সদস্য আহমদ জাইন আন-নাজাহকে গ্রেফতার করেছে দেশটির কাউন্টার টেররিজম পুলিশ। এ সময় গ্রেফতার করা হয়েছে তার আরও দুই সহযোগীকেও। বুধবার এ তথ্য জানিয়েছে ইন্দোনেশিয়া পুলিশ।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই আলেমের বিরুদ্ধে অভিযোগ, তিনি আল কায়েদা-সংশ্লিষ্ট জেমাহ ইসলামিয়া (জেআই) গ্রুপের জন্য তহবিল সংগ্রহ করছিলেন। গ্রুপটি ২০০২ সালে বালির নাইটক্লাবে বোমা হামলা চালানোর জন্য অভিযুক্ত। ওই হামলায় নিহত হয়েছিল দুই শতাধিক মানুষ।

ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশের মুখপাত্র রুশদি হারটোনো জানান, তাদের (আহমদ জাইন আন-নাজাহ) গ্রেফতারে গত মঙ্গলবার জাকার্তার কাছে অভিযান চালানো হয়। তিনি আরও জানান, জেআই শিক্ষা ও সামাজিক কর্মকান্ডের জন্য তহবিল পেতে একটি দাতব্য সংস্থা স্থাপন করে। এর মধ্যে কিছু তহবিল জেআই নিজেদের সংগঠিত করতে ব্যবহৃত করে থাকে। আর আহমদ জাইন আন-নাজাহ দাতব্য সংস্থাটির ধর্মীয় বোর্ডের সদস্য। জাকার্তাসহ সুমাত্রা এবং জাভা দ্বীপপুঞ্জের শহরগুলোতে কাজ করছিল সংস্থাটি।

Development by: webnewsdesign.com