জুড়ীতে পুকুরে ডুবে বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

মঙ্গলবার, ১০ জুন ২০২৫ | ১২:৪২ পূর্বাহ্ণ

জুড়ীতে পুকুরে ডুবে বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু
apps

মৌলভীবাজারের জুড়ীতে মেয়েকে সাঁতার শিখাতে নেমে পুকুরের পানিতে ডুবে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ জুন) বিকাল সাড়ে ৩ টায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন হামিদপুর গ্রামের মৃত খুর্শীদ আলীর পুত্র বাবুল ব্রিকস এর মালিক বিশিষ্ট ব্যবসায়ী বাবুল আহমদ বাবু (৫৮) ও বাবুল আহমদের মেয়ে হালিমা আক্তার (১৮)।

জানা যায়, বাবুল আহমদ তাঁর পরিবার নিয়ে দীর্ঘদিন থেকে ঢাকায় বসবাস করেন। ঈদ উদযাপন করতে পরিবারের সবাই নিয়ে বাড়িতে এসেছেন। সেই সুযোগে মেয়ে সাঁতার কাটা জানে না তাই তার ২য় মেয়ে রাজধানীর সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের এইচ এসসি পরীক্ষার্থী হালিমাকে সাঁতার শিখাতে গিয়ে নিজ গ্রামের বাড়ির পুকুরে নামেন। এক পর্যায়ে সাঁতার কাটা শিখানোর জন্য ব্যবহৃত বাহন থেকে মেয়েটি ছিটকে পানিতে পড়ে গেলে তাকে বাবা উদ্ধার করতে গিয়ে তারা উভয়ই পানির গভীরে গিয়ে আর উঠতে পারেন নি। বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে পানি থেকে তাদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম ভুঁইয়া ও নিহত বাবুল আহমদের ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী বদরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Development by: webnewsdesign.com