জলবায়ু পরিবর্তনের ভয়াবহ বিপর্যয় ঠেকাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বের অন্যান্য নেতাদের ভার্চুয়াল সম্মেলনে জীবাশ্ম জ্বালানি বন্ধের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন দালাই লামাসহ আরো ১০১ জন নোবেল বিজয়ী।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলনে এক চিঠিতে তারা জানান, শিল্প বিপ্লবের পর থেকে জীবাশ্ম জ্বালানি ব্যবহারই প্রায় ৮০ শতাংশ কার্বন ডাই অক্সাইড নির্গমনের জন্য দায়ী। বৈশ্বিক নেতারা সব ধরনের ক্ষমতার অধিকারী হওয়ায় এ সংকট মোকাবিলা করা তাদেরই নৈতিক দায়িত্ব বলে চিঠিতে জানান তারা।
বিশ্বনেতাদের তেল, গ্যাস এবং কয়লা উৎপাদন আর না বাড়ানোসহ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে বেশি করে বিনিয়োগের ওপর গুরুত্ব দিতে হবে বলেও জানান নোবেল বিজয়ীরা। সূত্র রয়টার্স।
Development by: webnewsdesign.com