করোনা সংক্রমণ ঠেকাতে সরকার লকডাউনের নির্দেশনা দিলেও জীবন জীবিকার তাগিদে বের হচ্ছে মানুষ। রোববার (১৮ এপ্রিল) রাজধানীতে লকডাউনের পঞ্চম দিনে অনেকটা ঢিলেঢালা। মানুষ ছুটছেন যে যার গন্তব্যে। তবে গণপরিবহন বন্ধ থাকায় বেড়েছে জনভোগান্তি।
সড়কে কেবল গণপরিবহন ছাড়া সবকিছুই ছিল স্বাভাবিক। একদিকে কর্মস্থল খোলা অন্যদিকে গণপরিবহন বন্ধ। ফলে ভোগান্তিতে রিক্সা, অটোরিক্সা, ভ্যান গাড়ি, কিংবা পিক আপ যে যেভাবে পারছে ছুটছে গন্তব্যে। এতে বাড়তি ভাড়া গুণতে হচ্ছে সাধারণ মানুষকে। সংকট এতটাই তীব্র, মুভমেন্ট পাস দেখিয়ে যাতায়াতের বাহন বানানো হয়েছে এম্বুলেন্স কে।
রাজধানীর বিভিন্ন প্রবেশমুখেও একি দৃশ্য। সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মানার কোন বালাই নেই কারো। সচেতন করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত চালিয়েছে প্রশাসন। কিন্তু সুফল মিলছে কমই।
তবে বন্ধ আছে রাজধানীর বিভিন্ন দোকান-পাট, মার্কেট। যদিও অলিগলিতে খোলা অনেক দোকান।
Development by: webnewsdesign.com