জিম্বাবুয়ের দুই ক্রিকেটার করোনা আক্রান্ত

শনিবার, ২৪ অক্টোবর ২০২০ | ১২:১৯ অপরাহ্ণ

জিম্বাবুয়ের দুই  ক্রিকেটার করোনা আক্রান্ত
ফাইল ছবি।
apps

একের পর এক করোনার হানা ক্রীড়াঙ্গনে। এবার জিম্বাবুয়ে ক্রিকেটেও হানা দিলো মরণঘাতী এ ভাইরাস। জাতীয় দল যখন পাকিস্তান সফরে, তখন দেশে করোনায় আক্রান্ত হলেন দুই ক্রিকেটারসহ জিম্বাবুয়ে ক্রিকেটের চার সদস্য।

দলটির উইকেটরক্ষক ব্যাটসম্যান রেগিস চাকাভা ও লেগস্পিনার টিমসেন মারুমা’র শরীরে পাওয়া গেছে করোনার উপস্থিতি। এছাড়াও করোনায় আক্রান্ত হয়েছেন সাপোর্ট স্টাফের দুই জন। পাকিস্তান সফরের জন্য ঘোষিত ২৫ সদস্যের তালিকায় ছিলো মারুমা ও চাকাভার নাম।

Development by: webnewsdesign.com