জাল ভোট দিতে বাধা দেওয়ার ঘটনার জেরে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ও দলের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যানের কর্মীদের মধ্যে সংঘর্ষে ১০জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার চান্দাই ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষে বর্তমান চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থী আনিসুর রহমানের ছেলে পিয়াস, তার অনুসারী তানভীর হাসান স্মরণ, আতিকুল ইসলাম, সম্রাট, জাহিদুল ইসলাম, শোভন এবং আওয়ামী লীগের মনোনিত প্রার্থী শাহনাজ পারভীনের কর্মী মানোয়ার সরকার, ফজলুল হক খান ও উমেদ আলী আহত হয়।
আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আওয়ামী লীগের মনোনিত প্রার্থী শাহনাজ পারভীন বলেছেন, বিদ্রোহী প্রার্থীর লোকজন জাল ভোট দিতে গেলে তার এজেন্ট বাধা দেয়। এতেই সংঘর্ষের সূত্রপাত হয়। অপরদিকে বর্তমান চেয়ারম্যান বিদ্রোহী প্রার্থী আনিসুর রহমান বলেছেন, নৌকার লোকজন তার কর্মী ও ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাধা দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানার ওসি নজরুল ইসলাম মৃধা যুগান্তরকে বলেন, চান্দাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কিছু সমস্যা হয়েছিল। এখন সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
Development by: webnewsdesign.com