জালিয়াতির ২৬ মামলায় জড়ানো জাহালম ক্ষতিপূরণ পাচ্ছে কিনা, জানা যাবে আজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০ | ১১:০৯ পূর্বাহ্ণ

জালিয়াতির ২৬ মামলায় জড়ানো জাহালম ক্ষতিপূরণ পাচ্ছে কিনা, জানা যাবে আজ
apps

ভুল আসামি পাটকল শ্রমিক জাহালমকে আসামি করে ঋণ জালিয়াতির ২৬ মামলায় জড়ানো নিয়ে ক্ষতিপূরণ বিষয়ক রুলের ওপর আজ রায় ঘোষণা করবেন হাইকোর্ট।

রায় ঘোষণার নির্ধারিত দিন মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কার্যতালিকায় (কজলিস্ট) থাকা মামলা আরও শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

যার ফলে ভুক্তভোগী জাহালম ক্ষতিপূরণ পাবেন কি না, তা জানতে হলে আজ বুধবার দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, আবু সালেকের বিরুদ্ধে সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির ৩৩টি মামলা হয়েছে। কিন্তু আবু সালেকের বদলে জেল খাটছেন, আদালতে হাজিরা দিয়ে চলেছেন এই জাহালম। তিনি পেশায় পাটকল শ্রমিক।

Development by: webnewsdesign.com