জাপা’র সিলেট জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত

সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২ | ৮:০৩ অপরাহ্ণ

জাপা’র সিলেট জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত
apps

জাতীয় পার্টির সিলেট জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত করা হয়েছে। কমিটি দুটির মেয়াদ উত্তীর্ণ এবং দলের কার্যক্রমে নিষ্ক্রিয়তা তৈরি হওয়ায় দলের মহাসচিব মো. মুহিবুল হক চুন্নু এমপি হাইকমান্ডের কাছে বিলুপ্তির প্রস্তাব করেন।

তাঁর প্রস্তাবের ভিত্তিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি সোমবার (২৮ ফেব্রুয়ারি) সিলেট জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত করেন। মুজিবুল হক চুন্নু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- আগামী এক মাসের মধ্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রতিনিধি দল সিলেট সফর করবে এবং জেলা ও মহানগর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করে কাউন্সিলের মাধ্যমে কমিটি দুটি পুনর্গঠন করা হবে।

 

Development by: webnewsdesign.com