জাপা’র চেয়ারম্যান কাদের, মহাসচিব রাঙ্গা ও প্রধান পৃষ্ঠপোষক রওশন

শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯ | ৫:০৩ অপরাহ্ণ

জাপা’র চেয়ারম্যান কাদের, মহাসচিব রাঙ্গা ও প্রধান পৃষ্ঠপোষক রওশন
apps

জাপা’র নতুন চেয়ারম্যান হয়েছেন জিএম কাদের ও মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। একই সঙ্গে দলটির সিনিয়র কো-চেয়ারম্যান পদটি বিলুপ্ত করে প্রধান পৃষ্ঠপোষক করা হয়েছে রওশন এরশাদকে। আজ শনিবার বেলা ১টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে জাপার নবম সম্মেলনে তাদের নাম ঘোষণা করা হয়। এর আগে সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন জিএম কাদের। সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জাপার নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করেন। পরে চেয়ারম্যান তার ক্ষমতা বলে দলের মহাসচিব হিসেবে রাঙ্গার নাম ঘোষণা করেন। তবে জাপার পূর্ণাঙ্গ কমিটি পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জিএম কাদের।

জাপার প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে পার্টির নতুন কমিটিতে তার সহধর্মিণী রওশন এরশাদকে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রাখা হলেও সম্মেলনে উপস্থিত হননি তিনি।

Development by: webnewsdesign.com