জাপানের কিউশু দ্বীপের সাকুরাজিমা আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে লোকজনকে দ্রুত সরিয়ে নিতে ওই অঞ্চলে সর্বোচ্চ সতর্কসংকেত জারি করেছে জাপান সরকার।জাপানের আবহাওয়া সংস্থার (জেএমএ) বরাতে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, স্থানীয় সময় রোববার (২৪ জুলাই) সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে সাকুরাজিমা আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়। এ সময় সেখান থেকে ধোঁয়া ও ছাই উঠে আসতে দেখা যায়।
অগ্ন্যুৎপাত শুরু হওয়ায় লোকজনকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে সর্বোচ্চ সতর্কতা ‘লেভেল ফাইভ অ্যালার্ট’ জারি করেছে জেএমএ। আগ্নেয়গিরিটি জাপানের দক্ষিণাঞ্চলের কাগোশিমা এলাকায় অবস্থিত। ফলে কাগোশিমা এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জেএমএ।সাকুরাজিমা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।জাপানের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এ অগ্ন্যুৎপাতের কারণে ওই এলাকাসহ আশপাশের তাপমাত্রা মারাত্মকভাবে বেড়ে গেছে। তবে কাছাকাছি অবস্থিত সেন্দাই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো ‘অনিয়ম’ ধরা পড়েনি।নাসার তথ্য বলছে, সাকুরাজিমা জাপানের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি। সাম্প্রতিক দশকগুলোতে দফায় দফায় এ আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হতে দেখা গেছে। সবশেষ গেল জানুয়ারিতে সাকুরাজিমা থেকে অগ্ন্যুৎপাত হয়।
Development by: webnewsdesign.com